বিগত ৩ বছরে রাজশাহী রেঞ্জের বেকারত্ব দূরীকরণে 16689 জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যুব সমাজকে প্রশিক্ষণ প্রদানের লক্ষে অত্র জেলায় ০৪ টি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও ৬৭ টি উপজেলা কার্যালয়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এডিপির আওতায় অত্র রেঞ্জে ১১ টি স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে জনহিতকর উদ্যোগের অংশ হিসেবে ১৩৬৩৫ জন দরিদ্র ভিডিপি সদস্যকে ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা সৃষ্টি ও করোনা রোগীদের চিকিৎসা সহায়তার জন্য ৩৭৭১ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপদ খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রাজশাহী রেঞ্জে মোট ৫১৫৯ টি টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানে ৩৮০০ জন অংগীভূত আনসার বিভিন্ন নির্বাচন ও দুর্গাপূজায় ১,১৮,৫৫৮ জন আনসার ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস